নগরীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ৩ জুয়াড়ি আটক

post-title

ছবি সংগৃহিত

মহানগরীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ৩ জুয়াড়িকে গ্রেফতার করলো পুলিশ। সোমবার (১৮ আগস্ট) সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মহানগরীর দক্ষিণ সুরমা থানার মোহাম্মদপুর এলাকার মৃত বাতির মিয়ার ছেলে আব্দুল করিম, চাঁদপুর জেলার শাহরাস্তি থানার আধরা এলাকার আহমদ নগর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে মিরাজ আহমদ ও সুনামগঞ্জ জেলার দিরাই থানার রাজনগর এলাকার মৃত সুশীল দাসের ছেলে নয়ন দাস।

গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার মহানগরীর দক্ষিণ সুরমার রেলস্টেশন এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে তীর শিলং জুয়া খেলার সময় ৩জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘মহানগরীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ৩ জুয়াড়িকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এসএ/সিলেট