বিয়ানীবাজার পৌর শহরে ডাকাতি, অর্ধকোটি...
সিলেটের বিয়ানীবাজার পৌরসভার নিদনপুর গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে আবুল মিয়ার বাড়িতে ডাকাতদল হানা দেয়। এসময় ডাকাতদল নগদ...
ছবি সংগৃহীত
সিলেটের সাদাপাথর থেকে লুট হওয়া আড়াই লাখ ঘনফুট পাথর মাটি ও বালুর নিচ থেকে উদ্ধার করেছে প্রশাসন।
শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে অভিযান চালিয়ে সিলেট সদর উপজেলার ধুপাগুল পয়েন্ট এলাকার বিভিন্ন ক্রাশার মিল ও মহালদি গ্রাম থেকে এ পাথর জব্দ করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ।
জানা যায়, শনিবার সকাল থেকে সিলেট সদর উপজেলার ধোপাগুলের ক্রাশার মিল ও মজুত এলাকায় বিভিন্ন ক্রাশার মিলে অভিযান চালায় প্রশাসন। এ সময় দেড় লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়।
এ ছাড়া মহালদি গ্রামে পাথর লুটকারীরা রাতের আঁধারে গাড়ি দিয়ে বিভিন্ন বাড়ি ও রাস্তার পাশে পাথর জব্দ করে রাখে। পরে প্রশাসন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে আরও ১ লাখ ঘনফুট পাথর জব্দ করে। প্রশাসন জানিয়েছে, পাথর উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদসহ সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা।
সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ গণমাধ্যমকে বলেন, আমরা সকাল থেকে ধুপাগুল পয়েন্ট ও মহালদি গ্রামে অভিযান চালিয়ে প্রায় আড়াইলাখ পাথর জব্দ করেছি। পাথর উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, শুক্রবার দিনভর কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়। উদ্ধার করা পাথরের মধ্যে ৫০ শতাংশ পুনরায় সাদা পাথরে ফেলা হয়েছে। বাকিগুলোও প্রতিস্থাপন প্রক্রিয়াধীন রয়েছে।
এসএ/সিলেট