ঢাকা দক্ষিণ সিটির নতুন প্রধান প্রকৌশলী নূর আজিজ

post-title

ছবি সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন প্রধান প্রকৌশলী নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১২ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানকে প্রেষণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ দেওয়া হলো।

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানকে প্রেষণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বদলি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই বদলি আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

নুর আজিজুর রহমান ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ করেন।

প্রায় চার বছর দায়িত্ব পালনের পর তিনি ঢাকায় বদলি হলেন। দায়িত্বকালীন সময়ে সিলেট নগরীর সড়ক অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার সংস্কারসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তত্ত্বাবধান করেছেন তিনি।

নতুন কর্মস্থলে যোগ দেওয়ার আগে তিনি সিসিকের চলমান প্রকল্পগুলো হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানা গেছে।



 


এসএ/সিলেট