বিভেদ নয়, ঐক্যের ভিত্তিতেই কল্যাণমূলক...
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খেলাফত মজলিস সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির–এর সমর্থনে...
ছবি সংগৃহিত
কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সরকারি প্রাথমিক বৃত্তিপরীক্ষায় অংশগ্রহন হতে বাদ দিয়ে ১৭ জুলাই ২০২৫ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্রের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ মানববন্ধন করেছে বাংলাদেশ কিন্ডাগার্টেন ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এক ঘন্টা স্থায়ী এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ নোমান।
প্রিন্সিপাল মাওলানা নুর হোসাইন-এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রিন্সিপাল আজিজুল হক মাসুক, প্রিন্সিপাল অজিত কুমার দাস,প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন, প্রিন্সিপাল জহিরুল হক, প্রিন্সিপাল আমিনুল ইসলাম, প্রিন্সিপাল মাও্যলানা আব্দু শহীদ, প্রিন্সিপাল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শিক্ষার্থী তিতাষ চক্রবর্তী, ইসরাত জাহান, নুসাহবিনতে আজাদ, নুসরাত, ছাব্বির আহমদ, আয়েশা বেগম প্রমুখ।
বক্তারা বলেণ,দেশের প্রায় ৬০ হাজার কিন্ডাগার্টেন স্কুল বাদ দিয়ে কোন অবস্থাতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে আমরা দেব না। এ বৈষম্যের কারণে আজ আমরা আন্দোলনে নেমেছি।
প্রয়োজনে লংমার্চ টু ঢাকা কর্মসূচি পালন করা হবে। আমরা এ বৈষম্য মানি না মানবো না। এ বৈষম্য দুর করে কিন্ডারগার্টেনের সকল মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ দিতে শিক্ষা উপদেষ্টার সুদৃষ্টি কামনা করছেন বক্তারা। এসময় বিভিন্ন কিন্ডারগার্টেনের অগনিত শিক্ষক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন
এসএ/সিলেট