শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এমন একটা দেশে আমরা বসবাস করি, যেখানে বাসের ও বিমানের ফিটনেস থাকে না। মানুষের ফিটনেস থাকে না, এমনকি...
ছবি সংগৃহীত
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা সুনামগঞ্জে শুরু হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতেই হবিগঞ্জ থেকে পদযাত্রাটি সুনামগঞ্জে এসে পৌঁছায়।
শুক্রবার জুমার নামাজ আদায়ের পর সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় মসজিদ থেকে পদযাত্রা শুরু করেন নেতৃবৃন্দ। পদযাত্রাটি শহর প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) গিয়ে শেষ হবে। সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হবে।
পথদযাত্রায় অংশ নিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক অনিক রায়, এহতেশামুল হক, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী (সুমন রাজা) বলেন, ‘এই কর্মসূচি নতুন বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যারা জীবনের ঝুঁকি নিয়ে লড়েছেন, আজ তাঁদের সম্মান জানানোর দিন। দলমত নির্বিশেষে মানুষ তাঁদের অভ্যর্থনা জানাতে এসেছেন।’
এদিকে পদযাত্রা ও পথসভাকে ঘিরে সুনামগঞ্জ শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় অবস্থান নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহমেদ জানান, “এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমনে জনসমাগম হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।”
শহরের বিভিন্ন স্থানে এনসিপি নেতাদের স্বাগত জানিয়ে তোরণ নির্মাণ করা হয়েছে। শহরের প্রবেশমুখ আব্দুজ জহুর সেতুর কাছেও দেখা গেছে তেমন একটি তোরণ।
এসএ/সিলেট