ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহতদের...
বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ঢাকা উত্তরার মাইলস্টোন বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী সহ অনেক মানুষের মর্মান্তিক প্রাণহানির ঘটনায়...
এনসিপি নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন
ছবি সংগৃহীত
দেশ গড়তে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আগামী শুক্রবার (২৫ জুলাই) সিলেটে পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পদযাত্রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহŸায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহŸায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ উপস্থিত থাকবেন। এ ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেবেন।
মঙ্গলবার নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সিলেট জেলা এনসিপি নেতৃবৃন্দ এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে এনসিপির সিলেট জেলার প্রধান সমন্বয়ক নাজিম উদ্দিন শাহান বলেন, শুক্রবার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিকেল ৫টায় সিলেটে এসে পৌঁছাবেন এবং নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে পদযাত্রা শুরু করবেন। নগরীর আম্বরখানা থেকে সুবিদবাজার হয়ে রিকাবীবাজার পয়েন্ট, লামাবাজার, মির্জাজাঙ্গাল, তালতলা, বন্দরবাজার, জিন্দাবাজার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বক্তব্যের মাধ্যমে এ পদযাত্রা শেষ হবে।
নাজিম উদ্দিন শাহান আরও বলেন, এই কর্মসূচিকে ঘিরে শুরু থেকেই নানা ধরনের অপপ্রচারের চেষ্টা চলেছে। তবে, দেশের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সব ষড়যন্ত্র ও অপপ্রচার ব্যর্থ হয়েছে। দেশের বিভিন্ন স্থানে নেতৃবৃন্দকে বরণ করে নিয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণি-পেশার মানুষ উচ্ছ্বাস ও আগ্রহ নিয়ে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় অংশ গ্রহণ করে। তারই ধারাবাহিকতায় পদযাত্রার অংশ হিসেবে শুক্রবার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট জেলায় পদযাত্রা করবেন। পদযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে পার্টির পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সার্বিক নিরাপত্তার বিষয়টি প্রশাসনকেও অবহিত করা হয়েছে।
এনসিপি নেতৃবৃন্দ বলেন, আমরা মিডিয়াসহ সকল মহলের সহযোগিতা চাই। আমরা বিশ্বাস করি মিডিয়া এ পথে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে। মিডিয়ার শক্তিশালী সমর্থনে ২০২৪ সালে ফ্যাসিস্ট সরকারকে আমরা সরিয়ে দিতে পেরেছি। আগামী কর্মসূচি ছাড়াও ভবিষ্যতে যে কোনো সভা-সমাবেশ, সংবাদ ও পরামর্শে আগের মতোই আমাদের সকল কার্যক্রম ক্যামেরায় ও প্রিন্টে তুলে ধরার বিশেষ অনুরোধ জানান।
নেতৃবৃন্দ আরো বলেন, জাতীয় নাগরিক পার্টি পুরনো চিন্তা-ধারা ছেড়ে নতুন পথে এগিয়ে যেতে চায়। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে চাই আমরা। ইতোমধ্যে দেশজুড়ে ব্যাপক সাড়া পেয়েছি। সিলেট ব্যাপক সাড়া পাবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন এনসিপি নেতৃবৃন্দ।
এসএ/সিলেট