শ্রীমঙ্গলে বাজেটে নাগরিক অংশগ্রহন নিয়ে র‍্যালি ও আলোচনা সভা

post-title

ছবি সংগৃহিত

শ্রীমঙ্গলে স্কুল বাজেট ও ইউনিয়ন পরিষদ বাজেট নিয়ে ভাড়াউড়া চা-বাগানে র‍্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে আইআইডি'র সহযোগিতায় ও বেসরকারি সংস্থা এমসিডা'র আয়োজনে আলোচনা সভা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন এমসিডার চেয়ারম্যান মো. মিজানুর রহমান আলম। বক্তব্য রাখেন  এমসিডা'র এডমিন অফিসার শিরীন বেগম, প্রজেক্ট ম্যানেজার আমিনুর রশীদ, মনিটরিং অফিসার রিপন মৃধা প্রমুখ।

সভায় স্কুল বাজেটে নিরাপদ খাবার পানি, খেলাধুলার সামগ্রী, টয়লেট সুবিধা, বাচ্চাদের টিফিন, উপবৃত্তি, চেয়ার টেবিল, স্কুল লাইব্রেরি, শিশুদের নিরাপদ যাতায়াত, প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ উদ্যােগ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ইউনিয়ন পরিষদ বাজেটে নলকুপ স্থাপন, কৃষি উন্নয়ন, সেচ, চিকিৎসা সেবা, দুর্যোগকালীন সহায়তা, রাস্তা নির্মান ও মেরামত, নারী উন্নয়ন কার্যক্রম প্রভৃতি বিষয় নিয়ে উপস্থিত সকলকে অবহিত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন  মন্দিরা হাজরা সহকারী শিক্ষক ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,দীপ্ত রায়, স্কুলের ছাত্র-ছাত্রী,  অভিভাবক, চা-বাগানের নারী পুরুষসহ প্রায় শতাধিক ব্যক্তি  অংশগ্রহন করেন।

এসএ/সিলেট