নগরীর যেসব গ্রাহক বিনা মূল্যে বিদ্যুতের প্রি-পেইড মিটার পাবেন

post-title

ছবি সংগৃহীত

নগরীর কিছু বিদ্যুৎ গ্রাহকে প্রি-পেইড মিটার বিনামূল্যে পরিবর্তন করে দিবে কর্তৃপক্ষ। বিষয়টি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।

সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, “স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রজেক্ট ইন ডিস্ট্রিবিউশন জোনস অফ বিপিডিবি” প্রকল্পের আওতায় সিলেট মহানগরের ১৪ এবং ৭ সিরিয়ালের আওতাধীন সকল বিদ্যুৎ গ্রাহকের বিদ্যমান প্রি-পেমেন্ট মিটার স্মার্ট মিটারে রূপান্তর করা হবে।

তবে নতুন স্থাপিত মিটারে বিধি মোতাবেক প্রতিমাসে আগের মতোই মিটার ভাড়া প্রযোজ্য হবে।

বিউবো সূত্রে জানা গেছে, ওই দুই সিরিয়ালের মিটার পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট কার্যালয়ে আবেদনের প্রয়োজন নেই। নির্ধারিত মিটার পরিবর্তনকারী দল সরাসরি গ্রাহকদের বাসায় গিয়ে কাজটি সম্পন্ন করবে। নিয়ম অনুযায়ী প্রতি মাসে পূর্বের মতো মিটার ভাড়া চালু থাকবে। নতুন স্মার্ট প্রি-পেমেন্ট মিটারে থাকবে আধুনিক সুবিধা যেমন- ব্যালেন্স, বিদ্যুৎ ব্যবহার, সময় ও জরুরি তথ্য এক নজরে জানার সুযোগ। 

এসএ/সিলেট