কুলাউড়ায় স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

post-title

ছবি সংগৃহীত

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় সুরাইয়া ইয়াসমিন রুহি (১৬) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে পৌর শহরের উছলাপাড়া এলাকায় রুহির খালার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রুহি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া এলাকার শেখ রোমান আলীর মেয়ে। সে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলো এবং তার খালার বাড়িতে থেকে পড়াশোনা করতো।

পুলিশ জানায়, বুধবার রাতে খাওয়ার পর রুহি স্বাভাবিকভাবেই ঘুমাতে যায়। কোন একসময় স্কুলছাত্রী রুহি ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। বৃহস্পতিবার সকালে ঘরের দরজা বন্ধ পেয়ে রুহির খালা ডাকতে গেলে ঘরের ভেতর তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত রুহির মরদেহ উদ্ধার করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি আমরা খুবই গুরুত্ব দিয়ে তদন্ত করছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ কাজ করছে।

এসএ/সিলেট