মোগলাবাজার থানা পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৩

post-title

ছবি সংগৃহীত

সিলেটে মোটরসাইকেল চোর ‘সিন্ডিকেটের’ ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া ২টি মোটর সাইকেল। গ্রেফতারকৃতরা হলো, গোলাপগঞ্জের কিছমত মাইজভাগ গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সাদিকুর রহমান, একই গ্রামের জয়নাল আহমদের ছেলে জামিল আহমদ ও কানাইঘাটের উত্তর বড়দেশ গ্রামের রইছ উদ্দিনের ছেলে নুরুজ্জামান খোকন।

পুলিশ জানায় এই তিন কিশোর মোটর সাইকেল চোর চক্রের সদস্য। তারা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানার সুলতানপুর আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। এসময় চোরাইকৃত ২টি মোটরসাইকেলসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে উদ্ধার হওয়া মোটরসাইকেলের মধ্যে রয়েছে একটি বাজাজ পালসার (রেজিঃ সিলেট-ল-১১-৯০৯২) এবং একটি সুজুকি জিক্সার (রেজিঃ সিলেট মেট্রো-ল-১১-৫৫৬৮)।

এ ব্যাপারে মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে ওই তিন কিশোরকে দায়েরকৃত মামলায় আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এসএ/সিলেট