আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই:...
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কোনো দাবির প্রেক্ষিতে ভোট বিলম্বিত না করে নির্ধারিত সময়ে নির্বাচন...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন মো. মাহফুজ আলম। তিনি সদ্য পদত্যাগ করা নাহিদ ইসলামের স্থলাভিষিক্ত হলেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টাদের মাঝে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব পুনর্বণ্টন করেছেন। প্রজ্ঞাপনে ১ নম্বর ক্রমে দেখা যায়, প্রধান উপদেষ্টার অধীনে মোট সাতটি মন্ত্রণালয় ও বিভাগ।
সেগুলো হলো- মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রয়েছে।
২ নম্বর ক্রমে দেখা যায়, বণ্টন/পুনর্বণ্টানকৃত মন্ত্রণালয় বিভাগে প্রধান উপদেষ্টার অধীনে ছয়টি মন্ত্রণালয় রয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় মো. মাহফুজ আলমকে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন। আজ তার পদত্যাগপত্র গৃহীত হয়। নাহিদের পদত্যাগের পরদিন তার স্থলাভিষিক্ত হলেন মাহফুজ আলম।
আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করছে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন।
সিলেট বাণী ডেস্ক