সিলেটে অস্ত্রসহ পুলিশের হাতে আটক দুই যুবক

post-title

ছবি সংগৃহীত

সিলেটে ধারালো অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৬ জানুয়ারি) বিকেলে মহানগরের কাষ্টঘর এলাকা থেকে ওই দুই যুবককে গ্রেফতার করে  সিলেট কোতোয়ালি মডেল থানাধীন বন্দরবাজার পুলিশ ফাঁড়ি।

গ্রেফতারকৃতরা হলেন- পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার মেদিরাবাদ গ্রামের তারাবুনিয়া গ্রামের মো. আব্দুস সালামের ছেলে মো. জুয়েল ও সিলেটের জকিগঞ্জ উপজেলার সরিজপাড়া গ্রামের মো. এফাজ উদ্দিনের ছেলে মো. সাহেদুল ইসলাম সুমন।

এরমধ্যে জুয়েলের বিরুদ্ধে ৩টি মামলা ও সুমনের বিরুদ্ধে  ৫টি চুরি ও ছিনতাই মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গ্রেফতারকারী পুলিশ সদস্য বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এএসআই ইলিয়াস রহমান গণমাধ্যকেে বলেন, কাষ্টঘর এলাকা থেকে ধারালো চাকুসহ ও্ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলছে।

এসএ/সিলেট