কমলগঞ্জে পাহাড়ের ছড়া থেকে যুবকের লাশ উদ্ধার

post-title

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা-বাগানের ফাঁড়ি কুরঞ্জি এলাকার একটি পাহাড়ের ছড়ায় থেকে দিপেন মুন্ডা (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে কুরমা চা বাগান এর ফাঁড়ি কুরঞ্জি এলাকার প্রসাদ মুন্ডার ছেলে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এ লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, কুরঞ্জি এলাকার একটি পাহাড়ের ছড়ায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়ভাবে জানানো হয়। পরে স্বজনেরা সেখানে গিয়ে লাশটি দীপেন মুন্ডার বলে শনাক্ত করেন। থানাকে বিষয়টি অবগত করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত দীপেনের বাবা প্রসাদ মুন্ডা বলেন, ছেলের সঙ্গে কারও শত্রুতা ছিল কি না জানা নেই। শেষকৃত্যানুষ্ঠান শেষে মামলা করা হবে।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে।

এসএ/সিলেট