জমকালো আয়োজনে হবিগঞ্জ প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি উদযাপন

post-title

ছবি সংগৃহীত

গৌরব ও ঐতিহ্যের ৫০ বছর পূর্তি উদযাপন করেছে হবিগঞ্জ প্রেসক্লাব। রবিবার (২৯ ডিসেম্বর) দিনভর জমকালো আর বর্ণাঢ্য আয়োজনে জেলার সকল সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয় প্রেসক্লাব মিলনায়তন। সহস্রাধিক সাংবাদিকদের পদচারণায় সবুজ, নীল রঙের বাতির আলোয় সাজানো প্রেসক্লাবের চারপাশ যেন মুখরিত হয়ে উঠে।

এদিন শুরুতেই সকাল ১১ টায় জেলা শহর ও বিভিন্ন উপজেলা থেকে আসা সাংবাদিকদের হাতে টি শার্ট ও খাবার কুপন তুলে দেয়া হয়। এর পর থেকে সাংবাদিকরা জালাল স্টেডিয়াম ও প্রেসক্লাব এলাকায় আড্ডা ও ফটোসেশনে ব্যাস্ত সময় পার করেন। দুপুর ১২ টায় এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

র‌্যালীটি প্রেসক্লাব মিলনায়তন থেকে শুরু হলে শহর প্রদক্ষিণ করে। পরে জালাল স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এরপর সন্ধ্যায় জালাল স্টেডিয়ামে ৫০ বছর পূর্তি উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল এবং যুগ্ম-সম্পাদক শরীফ চৌধুরী পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক আমার দেশ-এর রেসিডেন্সিয়াল এডিটর সাংবাদিক অলি উল্লাহ নোমান। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, দৈনিক দেশবার্তার সম্পাদক ও প্রকাশক কাজী তোফায়েল আহেমদ প্রমুখ।

এর আগে ১৯৭১ থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানে নিহত সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া প্রেসক্লাবের উদ্যোগে অন্তরালের মুখ নামে প্রকাশিত একটি স্বরণিকা উন্মোচন করেন অতিথিবৃন্দ। পরে সন্ধ্যা সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। চলে রাত ১টা পর্যন্ত। এতে তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা ও আকাশ ছুয়েছে মাটিতে, আমি ছুয়েছি তোমায় এবং প্রেমের তাজ মহলসহ গানে গানে দর্শকদের মাতোয়ার করেন দেশ বরেণ্য সংগীত শিল্পী কনকচাঁপা। গান পরিবেশন করেন ফোক যুবরাজ সৈয়দ আশিকুর রহমান আশিক ও বাঁধন মোদকসহ স্থানীয় শিল্পীরা। সংগীত শিল্পীদের গানে গানে দর্শকরা বাঁধ ভাঙ্গা উল্লাসে মেতে উঠেন।

এসএ/সিলেট