আসছে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট
দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর লক্ষ্যে খসড়া নির্দেশিকা চূড়ান্ত করতে জনগণের মতামত চেয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এ প্রক্রিয়ার সঙ্গে...
ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম (ইউআইএইচপি) আয়োজিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ইনোভেশন কোহর্টের দ্বিতীয় পর্ব সম্পন্ন হয়েছে। প্রাথমিক বাছাই শেষে চ‚ড়ান্ত আইডিয়া কনটেক্সটে অংশগ্রহণ করে আড়াই টাকা অনুদান পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৭টি দল ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের ৫ম তলায় ‘বিশ্ববিদ্যালয় ইনোভেশন হাব’ সেন্টারে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। এ সময় অনলাইনে যুক্ত হয়ে প্রোগ্রামটির উদ্বোধন করেন জুরি বোর্ডের প্রধান ড. মো. মনসুর আলম।
সাতটি দল পৃথকভাবে প্রেজেন্টেশনের মাধ্যমে জুরি বোর্ড এর কাছে তাদের আইডিয়া কন্টেক্সট তুলে ধরেন। কৃষিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার, শিক্ষা এবং শিল্পখাতে সামঞ্জস্যতা তৈরি করা, এআই প্রযুক্তির মাধ্যমে ভয়েস সিস্টেম চ্যাটিং করাসহ নানা আইডিয়া তুলে ধরেন তারা। পরবর্তীতে ইনোভেশন কোহর্টের দ্বিতীয় পর্বে অংশ নেওয়া ৭টি দল তাদের প্রজেক্ট ফান্ডিং অনুযায়ী আড়াই লাখ টাকার পুরস্কার পেয়েছেন তারা। এরমধ্যে ইনক্লুসিকেয়ার ৬০হাজার, বিট হ্যাক ৫০হাজার, গ্রীন গি স্কোয়াড ৪০হাজার, দি পারফেক্ট ম্যাচ ও ইকিউলিব্রিয়া ৩০হাজার, ক্যাম্পাস কানেক্ট ও জ্যাকডয় ২০ হাজার টাকা করে পুরুষ্কার পেয়েছেন। বিজয়ী টিমকে পুরস্কার তুলে দেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম জহিরুল ইসলাম। এ সময় তিনি বলেন, ‘ইনোভেশন কোহর্টের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতাকে কাজে লাগানো। তোমরা নিজেদের সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছ। আশাকরি সামনে যে ট্রেনিংগুলো থাকবে সেগুলোতে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা আরো বৃদ্ধি করতে পারবে।’
প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো শাবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত। যারা ১৬ সপ্তাহের ট্রেইনিং প্রোগ্রামে হাতে কলমে প্রশিক্ষণ, নলেজ শেয়ার, আর্থিক প্রণোদনাসহ প্রতি সপ্তাহে ৮ঘন্টা ক্লাসের সুযোগ পাবেন।
কোহর্টে অংশ নিয়ে ‘ইকিউলিব্রিয়া’ দলের প্রধান কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের শিক্ষার্থী মো. আলী হাসান মুজাহিদ বলেন, ইনোভেশন কোহর্টের কাজ হচ্ছে ছোট থেকে স্টার্টাপগুলোকে তুলে নিয়ে আশা। যার মাধ্যমে নিজেদের ইনোভেটিভ আইডিয়াকে কাজে লাগাতে পারছি। আজ প্রথমবারের মতো ফিজিক্যাল প্রেজেন্টেশন ছিল। এরআগে অনলাইনে ট্রেইনিং ও প্রেজেন্টেশন নেওয়া হয়েছে। আশাকরি প্রশিক্ষণগুলোর মাধ্যমে নিজেদের ইনোভেটিভ আইডিয়াগুলোকে কাজে লাগাতে পারবো।’
এসএ/সিলেট