হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে দু'পক্ষের...
হবিগঞ্জের লাখাইয়ে ব্যাটারি চালিত অটোরিকশাতে যাত্রী ওঠা-নামা নিয়ে দু'পক্ষের মারামারিকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছেন দুই গ্রামবাসী। এতে...
পুষ্টি সমন্বয় কমিটির সভা
হবিগঞ্জের বানিয়াচংয়ে “ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, খাবার খাবো পুষ্টি গুণে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মে) দুপুর ১২টায় উপজেলা সভাকক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাস্তবায়িত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামিমা আক্তার।
এসময় উপজেলা কো-অর্ডিনেটর (ইউনিসেফ/এফএইচআই৩৬০) আবু দাউদ মোল্লা চলমান প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির কার্যক্রমকে শক্তিশালীকরণে কি ধরণের কার্যক্রম বাস্তবায়ন করবে তার উপর একটি সংক্ষিপ্ত উপস্থাপনা সকলের সামনে তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হক, সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম প্রধান, উপজেলা কো-অর্ডিনেটর (এফআইবিডিপি) লিপি আক্তার, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সুব্রত রায়, চেয়ারম্যান মোঃ শামসুল ইসলাম, মো. হায়দারুজ্জামান ধন মিয়া, মো. মিজানুর রহমান, মোঃ আনোয়ার হোসেনসহ অন্যান্য জনপ্রতিনিধিগণ, ডা. ইলিয়াস একাডেমির প্রধান শিক্ষক হেমায়েত আলী খান, চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা আক্তার, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ আলী সাহেদ প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান সমাপনী বক্তব্যে উপজেলার সার্বিক পুষ্টির চিত্র উন্নয়নে স্বাস্থ্য বিভাগসহ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটিতে অর্ন্তভূক্ত অন্যান্য সকল বিভাগকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং এক্ষেত্রে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ও সার্বিক সফলতা প্রত্যাশাও করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফিল্ড লেভেল স্টাফের রীমা রানী রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের অফিস সহকারি কাম কম্পিউটার মো. মখলিছুর রহমান, উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
এসএ/সিলেট