উপজেলা পরিষদ নির্বাচন

দক্ষিণ সুরমায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে শামীম-বদরুল

post-title

ফাইল ছবি

দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ (মোটরসাইকেল) ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলামের (টেলিফোন) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

বুধবার (৮ মে) সন্ধ্যা ৭টা পর্যন্ত পাওয়া দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের পাওয়া ফলাফল থেকে বিষয়টি জানা গেছে।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে পাওয়া বেসরকারিভাবে ফলাফলের ভিত্তিতে জানা গেছে- কামাল বাজার ইউনিয়নে শামীম ৬০৯ ও বদরুল পেয়েছেন ১২২৮টি ভোট। তেতলী ইউনিয়নে বদরুল ১৮১৭ ও শামীম পেয়েছেন ৩৮৮টি ভোট দাউদপুর ইউনিয়নে বদরুল ২৭৮৩ ও শামীম পেয়েছেন ৩৩৩৭টি ভোট। মোগলাবাজার ইউনিয়নে বদরুল ৩৫০৬ ও শামীম পেয়েছেন ৩৪২১টি ভোট। জালালপুর ইউনিয়নে বদরুল ৩৮০৫ ও শামীম পেয়েছেন ৩৮৪৫টি ভোট। মোল্লারগাঁও ইউনিয়নে বদরুল ৩৮৯৪ ও শামীম পেয়েছেন ৪৫৪টি ভোট। সিলাম ইউনিয়নে বদরুল ৭৫৫ ও শামীম পেয়েছেন ১৯৪৩। এই ৬টি ইউনিয়নে বদরুল পেয়েছেন ১৬ হাজার ৫৬০ ও শামীম পেয়েছেন ১৩ হাজার ৩৮৮টি ভোট।

এ উপজেলায় চেয়ারম্যান পদে লড়েছেন ৫ জন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ (মোটরসাইকেল),  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম (টেলিফোন), উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মইনুল ইসলাম (আনারস), যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমদ (ঘোড়া) ও আঞ্চালিক নাটকের অভিনেতা মো. সাহেদ মোশারফ (কাপ পিরিচ)।

ভাইস চেয়ারম্যান পদেও ৫ জন। তারা হলেন- উপজেলা আল-ইসলাহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান (মাইক), উপজেলা আল-ইসলাহ নেতা ফয়েজ আহমদ (তালা), স্বতন্ত্র আলী আছগর খাঁন শামীম (চশমা), ছাত্রলীগ নেতা মো. আব্দুর রহমান (উড়োজাহাজ), উপজেলা যুবলীগ নেতা নন্দন চন্দ্র পাল (টিউবওয়েল)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান আইরিন রহমান কলি (পদ্ম ফুল), উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছা. হালিমা বেগম (কলস) ও জাগ্রত নারী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোছা. ফাহিমা বেগাম (ফুটবল)।

এসএ/সিলেট