ছাতক ও দোয়ারাবাজারে শীতার্ত অসহায়দের মাঝে টুপি, হিজাব ও কম্বল বিতরণ

শীতের কাঁপুনিতে উষ্ণতার ছোঁয়া,হাজী তছলম আলী ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে কম্বল বিতরণ

post-title

তাজিদুল ইসলাম

শীতের তীব্রতায় কষ্ট ভোগ করা অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র বিতরণ করেছে হাজী তছলম আলী ডেভেলপমেন্ট ট্রাস্ট অলংকারী বিশ্বনাথ। সংগঠনের পক্ষ থেকে গত বুধবার দুপুরে ছাতকের কান্দিগাঁও এতিমখানা মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে টুপি ও হিজাব বিতরণ করা হয়। এরপর দোয়ারাবাজার উপজেলার আফসরনগর (পশ্চিম ডালারপাড়) এলাকায় দুই শতাধিক হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে শীত নিবারণের ব্যবস্থা করা হয়।

এ মহৎ উদ্যোগে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক হাজী আনছার আলী। তাঁর সান্নিধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়, এবং এলাকাবাসী তাঁদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ট্রাস্টের চেয়ারম্যান হাজী তৈইমুছ আলী এর সভাপতিত্বে এবং মাওলানা আলাউদ্দিন এর পরিচালনায় এই বিশেষ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল হান্নান, মাওলানা সাদিকুর রহমান, হাজী আব্দুল খালিক, আব্দুল্লাহ আল ইমন, আল আমিন, আহমদ আলী, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা কবির আহমদ, মাওলানা নুরুজ্জামান, আব্দুর রউফ, নুর উদ্দিন, সিরাজ, আবদুল আহাদ, সানুর আলম, সুজান মিয়া, ইলিয়াস আহমদ, তোলাস আলম, সানুর আলী, কাউছার আহমদ, জিয়াউর রহমান এবং আব্দুল হান্নান টেইলার সহ আরও অনেক ব্যক্তি।

এছাড়া, ট্রাস্টের পরিচালকদের সকল মুর্দেগানদের জন্য বিশেষ মোনাজাত করা হয়, যাতে তারা তাদের মরহুম আত্মার শান্তি লাভ করেন।

মানবিকতায় পূর্ণ এই উদ্যোগ সমাজে সহযোগিতা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয় এবং আরও অনেককে এই ধরনের সহানুভূতির পথে চলতে উৎসাহিত করে। এলাকার মানুষের সহানুভূতি, ভালোবাসা এবং একে অপরের পাশে থাকার অঙ্গীকার এই উদ্যোগের মূল সফলতা হিসেবে প্রকাশ পেয়েছে।

টিএ/ছাতক