কানাইঘাটে পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

post-title

ছবি সংগৃহীত

কানাইঘাট থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত এক আসামী গ্রেফতার করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম সাহেবের দিক নির্দেশনায় এএসআই(নি.) আরেফিন চৌধুরী  সঙ্গীয় ফোর্সসহ কানাইঘাট থানাধীন বড়বন্দ ২য় খন্ড (সিঙ্গারীপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বিলাল ওরফে হুজুরি বিলাল কানাইঘাট উপজেলার বড়বন্দ ৩য় খন্ড (সিঙ্গারীপাড়া)  এর শফিকুল হক এর পুত্র। পুলিশ জানায়, বিলাল কানাইঘাট জিআর-১৮০/২৩ এর ওয়ারেন্টভূক্ত আসামী। তাকে বুধবার যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। 

এসএ/সিলেট