সিলেট প্রেসক্লাবের সেক্রেটারীকে ফেডারেশনের সংবর্ধনা প্রদান

post-title

ছবি সংগৃহীত

দৈনিক সিলেটের ডাক এর চীফ রিপোর্টার সিরাজুল ইসলাম তৃতীয় বারের মত সিলেট প্রেসক্লাবের সেক্রেটারী নির্বাচিত হওয়ায় সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশন এর উদ্যোগে গতকাল সংবর্ধনা ও  উপহার প্রদান করা হয়েছে।

সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম আব্দুর রহমান বলেন, যোগ্য নেতৃত্ব ও বলিষ্ঠ কার্যক্রমের মাধ্যমে সিরাজুল ইসলাম সহ নবনির্বাচিত নেতৃবৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় প্রেসক্লাবের কর্মকাণ্ড উজ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।

সিলেট প্রেসক্লাবের  নবনির্বাচিত সেক্রেটারী সিরাজুল ইসলামকে সংবর্ধনা ও উপহার  প্রদানকালে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের ডাক এর অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন, প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, বার্তা সম্পাদক সমরেন্দু বিশ্বাস সমর, সিনিয়র রিপোর্টার এনামুক হক রেনু, স্টাফ রিপোর্টার আহমেদ সেলিম।

আরও উপস্থিত ছিলেন সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশন এর নির্বাহী সংসদীয় কমিটির সভাপতি দেলোয়ার হোসেন, সহ সভাপতি ইফজালুর রহমান, সহ সাধারণ সম্পাদক কাওসার আহমদ সুমন, সহ সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত প্রমুখ।

এসএ/সিলেট