আলমপুর থেকেভারতীয় পণ্যবাহী কাভার্ডসহ চোরাকারবারি আটক

post-title

ছবি সংগৃহীত

সিলেটের মোগলাবাজার থানাধীন আলমপুর এলাকা থেকে পুলিশ ভারতীয় পণ্যবাহী কাভার্ড ভ্যানসহ চোরাকারবারি লিটন মিয়াকে গ্রেফতার করেছে। এসময় পুলিশ ভ্যান তল্লাশি চালিয়ে ৮০ ক্যারেট কমলা (কেনু) ও ৪৩০ পিস ভারতীয় কম্বল জব্দ করে। যার বাজারমূল্য ১৬ লাখ ৯৩ হাজার ২শত টাকা বলে পুলিশ জানায়।

সোমবার (১২ জানুয়ারি) সকালে পুলিশ এ অভিযান পরিচালনা করে। এরপর ওইদিন দুপুরে গ্রেফতারকৃত লিটনকে মোগলাবাজার থানা পুলিশ বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গ্রেফতারকৃত লিটন মিয়া লক্ষীপুর জেলার রায়পুর থানার চর আবাবিল (হাওলাদারবাড়ি) এলাকার আবদুল আল হাওলাদারের ছেলে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে এসব তথ্য জানান মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারকৃত লিটন মিয়ার বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। জব্দকৃত কমলা কেনু ও কম্বলের বাজার মূল্য ১৬ লাখ ৯৩ হাজার ২শত টাকা।

এসএ/সিলেট