জকিগঞ্জে জাতীয় পার্টির সাথে মতবিনিময় সভায় চাকসু মামুন
উন্নয়নের জন্য সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হবে
নিজস্ব প্রতিবেদক
১০/০১/২০২৬ ১০:৩৩:২৭
সংগৃহীত
জকিগঞ্জ - কানাইঘাটের প্রত্যাশিত উন্নয়নের জন্য সমাজে শান্তি প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন সিলেট -৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও
সিলেট জেলা বিএনপির সাবেক প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। তিনি বলেন, সমাজে হানাহানি ও অশান্তি বিরাজ করলে উন্নয়ন ব্যাহত হয়। উন্নয়নের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
শনিবার বাদ এশা জকিগঞ্জ পৌর শহরে উপজেলা জাতীয় পার্টির সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথা গুলো বলেন।
চাকসু মামুন আরও বলেন, জকিগঞ্জ -কানাইঘাটের রাস্তাঘাট সহ প্রত্যেকটি সেক্টরে বেহাল দশা রয়েছে। পিছিয়ে থাকা এ অঞ্চলের উন্নয়নের জন্য যোগ্য প্রতিনিধি নির্বাচিত করতে হবে। জনগণ যদি আমাকে সমর্থন দেয় এবং সহযোগিতা করে তাহলে আমার জয় কেউ ঠেকাতে পারবে না। কারণ জনগণের রায়ের চেয়ে বড়ো কোনো শক্তি হতে পারে না। আমি জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে বাঁচতে চাই।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হেলাল লস্কর, সাবেক সাধারণ সম্পাদক মইনুল হোসেন, জাপা নেতা আবুল কালাম, শামীম আহমদ প্রমুখ।
এর আগে জকিগঞ্জ সদর ইউনিয়নের হাই ইসলামপুর, বরনপুর, বাবুর বাজার ও শরীফগঞ্জ এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ফয়েজ আহমদ, বিশিষ্ট মুরব্বি মইন উদদীন, ফরিদ আহমদ, শামীম আহমদ, রুমেল আহমদ প্রমুখ।
সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধিন জোটের মধ্যে আসন সমঝোতা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই এই সমঝোতা হয়। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার মোট আটজন আসামিকে গ্রেফতার করা...
সিলেটে মধ্যরাতে অভিযান চালিয়ে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা হলেন— সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন...
সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিককে আটক করেছে সেনাবাহিনীর একটি দল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে তাকে তার বাসা থেকে আটক করা হয়।পরে...