২২ জানুয়ারি তারেক রহমানের জনসভা...
সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির আগামী ২২ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক...
ছবি সংগৃহীত
সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা শনিবার দুপুরে ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে। ক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভায় আগামী ২৪ জানুয়ারি কমিটির অভিষেক অনুষ্ঠানের স্দ্ধিান্ত গৃহিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভ‚মি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
সভায় কার্যনির্বাহী কমিটিতে তিনজন সদস্য কো-অপ্ট এবং অভিষেক অনুষ্ঠান বাস্তবায়নে উপ কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া স্পেসভাড়াসহ ক্লাবের কার্যক্রম নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সহ-সভাপতি মো. ফয়ছল আলম, সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ, কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মুহিবুর রহমান, নির্বাহী সদস্য মুহাম্মদ আমজাদ হোসাইন ও আব্দুল আওয়াল চৌধুরী শিপার। এর আগে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
এসএ/সিলেট