ধল উন্নয়ন সংসদ সিলেটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

post-title

ছবি সংগৃহীত

‎ধল উন্নয়ন সংসদ সিলেটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  হয়েছে। ‎শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে ধল উন্নয়ন সংসদের সভাপতি খালেদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সি কলেজের সহযোগী অধ্যাপক রিংকু তালুকদার এত সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়ল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হক তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছে সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মির্জা হোসেন, আমর চাঁদ বকু, মকু মিয়া।

‎উপস্থিত ছিলেন পবিত্র কুমার তালুকদার, লোহানী আজাদ, সাখাওত চৌধুরী, সিদ্ধার্থ রায়, আলী আকতার, জাবেদ হোসাইন, সাদ্দাম হোসাইন, হুমায়ুন আহমদ, আদিল আহমদ, নাজমুল হোসাইন, সাইদুল ইসলাম, আলী আকবর, জহুরুল ইসলাম প্রমুখ।

‎সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংসদের সভাপতি খালেদ মিয়া, দ্বি- বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এবং , দ্বি- বার্ষিক আয়- ব্যয় এর হিসাব প্রদান করেন কোষাধ্যক্ষ জাবেদ হোসেন।

এসএ/সিলেট