মোগলগাঁও থেকে বিদেশি মদসহ আটক ১

post-title

ছবি সংগৃহীত

নগরীর জালালাবাদ থানা পুলিশের অভিযানে বিদেশি মদসহ একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার (৯ জানুয়ারি)  দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এসআই (নি.) সাগর কুমার আচার্য্যের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে জালালাবাদ থানাধীন মোগলগাঁও এলাকার একটি বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই ঘর থেকে ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিলেট জেলার জালালাবাদ থানার মোগলগাঁও (দক্ষিণ পাড়া) এলাকার মৃত হানিফ আলীর ছেলে আব্দুল মান্নান ওরফে পাগলাকে আটক করে পুলিশ।

পুলিশ আরও জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট