২২ জানুয়ারি তারেক রহমানের জনসভা...
সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির আগামী ২২ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক...
কামালবাজার ইউনিয়নের লালপুর গ্রামে সাধারণ সভা
ছবি সংগৃহীত
দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ বলেছেন, জামায়াত নেতারা নিজের জীবন বিপন্ন করে দেশ মাতৃকার জন্য লড়াই করছে। দুনিয়ার সকল প্রকার লোভ লালসাকে মাড়িয়ে নিরলসভাবে কাজ করে যায়।
নতুন বাংলাদেশ গঠনে জামায়াত ইসলামি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। একটি আধুনিক জনকল্যাণমূলক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশে জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। একমাত্র জামায়াতই পারবে দুর্নীতিমুক্ত আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে।
আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের আলোয় আলোকিত এক নতুন বাংলাদেশ।
শুক্রবার দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের লালপুর গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কামালবাজার ইউনিয়ন জামায়াতের আমীর সমসাদ আহমদ, আব্দুল আলীম মুসা, সাব্বির আহমদ, আহবাব হোসেন, দেলোয়ার আহমদ, আবুল হাসনাত, এনামুল গনি, আহমদ হাসনাত নয়ন প্রমুখ।
এসএ/সিলেট