শ্রীমঙ্গলে দু’দিনব্যাপী বাকশিল্পোৎসব সমাপ্ত

post-title

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো অনুষ্ঠিত দু’দিনব্যাপী বাকশিল্পোৎসব সফলভাবে সমাপ্ত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারী) বিকেলে শ্রীমঙ্গল উদয়ন বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে দ্বিতীয় দিনের আয়োজনের অংশ হিসেবে বারোয়ারি বিতর্কের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।

উৎসবের দ্বিতীয় দিনের আয়োজনে ছিল স্ব-নির্বাচিত আবৃত্তি, উচ্চাঙ্গ নৃত্য, নজরুলসংগীত, লোকগীতি, উপস্থিত অভিনয়, বানান বিশারদ ও বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা।

এর আগে শুক্রবার সকালে দ্বারিকাপাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক জলি পাল উৎসবের উদ্বোধন করেন।

‘শ্রীমঙ্গল নবজাগরণ দল’-এর আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা ও কর্মশালার আয়োজন করা হয়। জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গানের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সংগঠনের সদস্য উল্লাস দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উৎসবের আহ্বায়ক অজেয় দাস বর্ষণ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উৎসবের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল সংবাদদাতা সৈয়দ ছায়েদ আহমদ, নাট্যকার গোবিন্দ রায় সুমন, আবৃত্তিকার বিকাশ দাস বাপ্পন, নৃত্যশিল্পী সাজু দেব, সংগীতশিল্পী সজল ঘোষ, শিবম ভট্টাচার্য, করুণাময় দাস, প্রযুক্তা ভট্টাচার্য ও অমিত সরকার।

উৎসবের প্রথম দিনের আয়োজনে ছিল নির্ধারিত আবৃত্তি, লোকনৃত্য, রবীন্দ্রসংগীত ও দেশাত্মবোধক গান, উপস্থিত বক্তৃতা, ধারাবাহিক গল্প বলা এবং সংবাদ উপস্থাপন।

এসএ/সিলেট