বাংলাদেশ দূতাবাস কুয়েতে প্রবাসীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

post-title

ছবি সংগৃহীত

কুয়েত প্রতিনিধিঃ বাংলাদেশ দূতাবাস, কুয়েতের পৃষ্ঠপোষকতায় এবং কুয়েতে বসবাসরত বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়ী বাংলাদেশীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় শুক্রবার (০৯ জানুয়ারি) প্রবাসী বাংলাদেশী কর্মীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য দূতাবাস প্রাঙ্গনে দিনব্যাপী "স্বাস্থ্য সচেতনতা এবং বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত বিশেষ ক্যাম্প" এর আয়োজন করা হয়।

এতে কুয়েতে কর্মরত অভিজ্ঞ বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীরা স্বেচ্ছাসেবার ভিত্তিতে প্রবাসী বাংলাদেশী কর্মীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ, রক্তে সুগার ইত্যাদি পরীক্ষাসহ প্রয়োজন অনুযায়ী প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানসহ বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে জরুরী ঔষধ প্রদান করেন। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি উক্ত মেডিক্যাল ক্যাম্প এর উদ্ভোধন করেন।

এ সময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন পেশাজীবী বাংলাদেশী প্রবাসীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যগণ উপস্থিত ছিলেন। মান্যবর রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে স্বাস্থ্য সচেতনতা এবং সাধারণ স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত বিশেষ ক্যাম্প আয়োজনে দূতাবাসের এই মহতী উদ্যোগ পূর্বের ন্যায় সার্থক করার লক্ষ্যে এগিয়ে আসা বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়ী প্রবাসী বাংলাদেশীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি আরও উল্লেখ করেন যে, কুয়েতের প্রবাসী বাংলাদেশী কর্মীদের জন্য এই ধরণের বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্প ধারাবাহিকভাবে পরিচালনার পরিকল্পনা রয়েছে। তিনি কুয়েতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীদেরকে এই সামাজিক উদ্যোগের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
উক্ত স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিশেষ ক্যাম্পে ৭৩৮ জন প্রবাসী বাংলাদেশী কর্মীদের সেবা প্রদান করা হয়।

এসএ/সিলেট