২২ জানুয়ারি তারেক রহমানের জনসভা...
সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির আগামী ২২ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক...
গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ছিলেন বেগম জিয়া: টুটুল
সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গ্রেটার ম্যানচেস্টার বিএনপির উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জাতীয়তাবাদী পরিবারের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী শোকসভায় অংশ নেন। ম্যানচেস্টার সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি জমিরুল হক জমির অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলোয়াত করেন।
স্থানীয় জিএমবি হলে ম্যানচেস্টার বিএনপির সাবেেক সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক লিটন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ডঃ জাকি মোস্তফা টুটুল। বেগম জিয়ার স্মৃতি রোমন্থন করে জাকি মোস্তফা টুটুল বলেন, খালেদা জিয়া বাংলাদেশের অহংকার ছিলেন। তিনি আমৃত্যু খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করেছিলেন। তিনি গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আহমেদ আলী খসরু , কাউন্সিলর আহমেদ আলী , জিএমবি চেয়ারম্যান মান্নান খান , শাহপরান মসজিদের চেয়ারম্যান আবুল কাশেম , শাহজালাল মসজিদের সাবেক চেয়ারম্যান আশিক মিয়া সিজিল , এমাদুল হক চৌধুরী , এনামুল হক দলা মিয়া, ফারুক আহমদ, গিয়াস উদ্দিন আহমদ , কামাল উদ্দিন, সালেহ আহমদ চৌধুরী , ফয়জুল হক , শাহ আব্দুল কাইয়ুম , মতিউর রহমান তরাজ , আব্দুল বাসিত বকুল , সলিসিটার চান রহমান , তৈয়বুর রহমান শ্যামল ,ইশতিয়াক আহমদ সুমন , কামাল আহমেদ খাঁন , হাবিব মুশেন , হেলাল হোসেন , আখলাকুর রহমান তোফায়েল , ইমরান আহমেদ কমরু , রুহুল আমীন , জিল্লুল হক খান , জমিরুল হক , নাজিম উদ্দিন আহমেদ , রুহেল আহমেদ , ইকবাল আহমেদ , সাজ্জাদুর রহমান , নূর আহমেদ রনি চৌধুরী, সুহাদ আহমেদ চৌধুরী , হাদ্দাদ চৌধুরী , সিলিক উদ্দিন. আব্দুল তারেক , বিল্লাল হোসেন , সাঈদ শুভ, গাজী মামুন আহমেদ , মোয়াজেম হোসেন খান , ইসতিয়াক আহমেদ জাকারিয়া, কায়েস আহমেদ , আক্তার আহমেদ , সানি আহমেদ , সাইদুল হক , আব্দুল খালিক প্রমুখ।
সিলেট বাণী ডেস্ক