দক্ষিন সুরমায় ভারতীয় কম্বলসহ দুই চোরাকারবারী গ্রেফতার

post-title

ছবি সংগৃহীত

দক্ষিন সুরমা থানাধীন পিরোজপুর থেকে ভারতীয় কম্বলসহ দুই চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে পিরোজপুর প্রধান ফটকের সামনা থেকে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত দুইজন হলেন নরসিংদীর মাধবদী থানাধীন ম‚লপাড়া কাজীবাড়ীর ইব্রাহিম মিয়ার ছেলে মো. ঈসমাইল মিয়া ও মো. বিজয় মিয়া প্রকাশ তারেক।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে প্রায় ৪ লাখ ৪৪ হাজার টাকার ভারতীয় প্রিন্টের কম্বল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (০৮/০৮/০৭/০১/২৬) দায়ের করে দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।


এসএ/সিলেট