কুয়েতে বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দূতাবাসে শোক বই স্বাক্ষর

post-title

ছবি সংগৃহীত

কুয়েত প্রতিনিধিঃ কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ০৪ জানুয়ারী ২০২৬ থেকে ০৬ জানুয়ারী ২০২৬ পর্যন্ত একটি শোক বই স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করেছে। বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে ইন্তেকাল করেন।

তাঁর স্মৃতি ও রাজনৈতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাতে এই শোক বই স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, কূটনীতিকবৃন্দ, আন্তর্জাতিক সংস্থার সদস্যবৃন্দ, সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ, কুয়েত সরকারের প্রতিনিধি এবং কুয়েতে বসবাসরত অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ শোক বইতে স্বাক্ষরের নিমিত্তে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস আগমন করেন।

শোক বই স্বাক্ষরের অনুষ্ঠানটি বাংলাদেশের সরকার ও জনগণের সাথে তাঁদের সংহতি প্রকাশের পাশাপাশি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানানোর একটি সু্যোগ প্রদান করেছে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর সহানুভূতি প্রকাশ করে কুয়েতের জাতীয় নেতৃবৃন্দ এবং কুয়েতের মহামহিম আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে সমবেদনা জানিয়ে ইতিমধ্যে সরকারি বার্তা পাঠিয়েছেন।

যে সকল বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থার সদস্যবৃন্দ উক্ত শোক বই স্বাক্ষরের জন্য দূতাবাস পরিদর্শন করেছেন বা শোকবার্তা পাঠিয়েছেন তাঁদের প্রতি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

এসএ/সিলেট