জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা

post-title

ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন নিশ্চিত ও অবাধ সুস্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে  অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বরকত উল্লাহ বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং বিধি-বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহবান ,জানিয়ে বলেন, কোনো প্রার্থী বা দল প্রচারণার ক্ষেত্রে বিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিকভাবে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে, মাইকিং, পোস্টার এবং জনসভার স্থান-সময় নির্ধারণের ক্ষেত্রে যেন কোনো ব্যত্যয় না ঘটে, সেদিকে কঠোর নজরদারি থাকবে। তিনি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে দল-মত নির্বিশেষে সকলের প্রতি সহযোগীতার আহ্বান জানান।

সভায় সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা,আবুল খয়ের,খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থী মুশতাক আহমদ,জগন্নাথপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক  মোঃ সানোয়ার হাসান সুনু  বক্তব্য রাখেন।

এসময়  জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  সফিকুল হক, উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দুল মুকিতসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ, সাংবাদিক এবং নাগরীক  সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসএ/সিলেট