দক্ষিণ সুরমায় বোমা ও অস্ত্র উদ্ধার

post-title

ছবি সংগৃহীত

সিলেটের দক্ষিণ সুরমার একটি যাত্রী ছাউনি থেকে পেট্রোল বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। উদ্ধারকৃত বোমা ও আগ্নেয়াস্ত্র নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করছে র‌্যাব। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (৫ জানুয়ারি) রাতে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের দক্ষিণ সুরমার লালারগাঁও এলাকার একটি যাত্রী ছাউনি থেকে শপিং ব্যাগ উদ্ধার করে।

এসময় ব্যাগ থেকে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার পাইপগান ও ৫টি পেট্রোল বোমা উদ্ধার করে র‌্যাব। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও বোমার রহস্য উদঘাটনের জন্য র‌্যাবের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব। র‌্যfব জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও পেট্রোল বোমা সাধারণ ডায়রি মূলে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়।

একই সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এসএ/সিলেট