খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় সিসিক কর্মচারী সংসদের দোয়া মাহফিল

post-title

ছবি সংগৃহীত

৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী সংসদের (রেজি. নং- চট্ট-১৭০৪) আয়োজনে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) বাদ যোহর নগরভবন জামে মসজিদে (৬ষ্ঠ তলা) খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার।

এ সময় উপস্থিত ছিলেন- সিসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্ণেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী (পানি) আব্দুস সোবহান, প্রধান এসেসর ও সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী সংসদের সভাপতি মো. আব্দুল বাছিত, সাধারণ সম্পাদক আক্তার সিদ্দিকী বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মাসুক মিয়া, ক্রীড়া সম্পাদক বিপ্লব কুমার দাশ, কোষাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক গৌতম রায়, প্রচার সম্পাদক সামিউল ইসলামসহ সিসিকের কর্মকর্তা ও কর্মচারীগণ।

যৌথভাবে দোয়া মাহফিল পরিচালনা করেন- ধোপাদিঘীরপার সিটি কর্পোরেশন জামে মসজিদের ইমাম মাওলানা মো. জসিম উদ্দিন ও নগরভবন জামে মসজিদের ইমাম মাওলানা মো. হাফিজ আহমদ।

এসএ/সিলেট