২২ জানুয়ারি তারেক রহমানের জনসভা...
সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির আগামী ২২ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক...
ছবি সংগৃহীত
সিলেটের শতবর্ষের সাংবাদিকতার স্বারক প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী সিলেট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান তৃতীয় বারের মত সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এক অভিনন্দন বার্তায় প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদসহ নেতৃবৃন্দ বলেন, সিলেট প্রেসক্লাবের সদস্যরা সিলেটের সিনিয়র সাংবাদিক দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নানের ক্লাবের প্রতি তার অনুরাগ ও ন্যায় নিষ্টতার মুল্যায়ন করে মুল্যবান ভোটাধিকার প্রয়োগ করে তাকে তৃতীয় বারের মত সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানাই। সেই সাথে সাংবাদিক এম এ হান্নানের কর্মদক্ষতার মাধ্যমে শতবর্ষের সাংবাদিকতার স্বারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম আরো গতিশীল এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য আরো সুদৃঢ় হবে বলে প্রেসক্লাব নেতৃবৃন্দ আশাবাদ ব্যাক্ত করেন।
এসএ/সিলেট