১১ দলের আসন সমঝোতা...
সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধিন জোটের মধ্যে আসন সমঝোতা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই এই সমঝোতা হয়। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)...
ছবি সংগৃহীত
নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত সিলেটের শিক্ষার্থীরা। সকাল থেকেই স্কুলমুখী হয়ে তারা রঙিন মলাটের বই বুকে জড়িয়ে ধরেছে, কেউ কেউ খুশিতে উল্টে দেখছে পাতা।
নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন বৃহস্পতিবার সিলেটে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। তবে এখনও মাধ্যমিকের সব বই পাওয় যায়নি। যদিও প্রাথমিকের শতভাগ বই পাওয়ার কথা জানিয়েছে সংশ্লিস্টরা।
এদিকে, গত বছরের মতো এবারও বড় পরিসরে বই উৎসবের আয়োজন করা হয়নি।
সিলেট প্রাথমিক ও গণশিক্ষা অফিস সূত্র জানায়, জেলার ১৩টি উপজেলায় বরাদ্দের শতভাগ বই ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে। জেলার ১ হাজার ৪৭৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকেই শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে।
অন্যদিকে মাধ্যমিক শিক্ষা অফিস জানিয়েছে, এখন পর্যন্ত বরাদ্দের প্রায় ৮০ শতাংশ বই সরবরাহ সম্পন্ন হয়েছে। মাধ্যমিক পর্যায়ের আওতাধীন জেলার ২০০টি স্কুল ও ৬২টি মাদ্রাসায় বই বিতরণ কার্যক্রম চলছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে বাকি বইও শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ পরিচালক আবু সায়ীদ মো. আব্দুল ওয়াদুদ বলেন, এ বছর বই উৎসব হচ্ছে না। স্কুল থেকে অভ্যন্তরীণভাবে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সিলেটের বেশ কয়েকটি সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, সকাল থেকেই স্কুলে ভিড় জমাতে শুরু করে শিক্ষার্থী ও অভিভাবকরা। আনুষ্ঠানিকতা শেষে নতুন ক্লাসে শিক্ষার্থীদের রেজাল্ট শিট যাচাই করে শিক্ষকরা হাতে তুলে দিচ্ছেন নতুন পাঠ্যবই।
নতুন বই হাতে পেয়ে শিশু শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অভিভাবকরাও আশা করছেন, নতুন বই শিশুদের পড়াশোনায় নতুন উদ্যম ও আগ্রহ তৈরি করবে।
সিলেট বিভাগের ৪টি জেলার প্রাথমিক বিদ্যালয়ের ১৬ লক্ষ ৩০ হাজার শিক্ষার্থীর মধ্যে ৫৮ লক্ষ ৮৫ হাজার ২৩টি বই বিতরণ করা হচ্ছে। যার মধ্যে প্রাক প্রাথমিকে ২ লক্ষ ২৫ হাজার জন, ১ম শ্রেণিতে ২ লক্ষ ৯৯ হাজার জন, ২য় শ্রেণিতে ২ লক্ষ ৯০ হাজার জন, ৩য় শ্রেণিতে ২ লক্ষ ৭০ হাজার জন, ৪র্থ শ্রেণিতে ২ লক্ষ ৮০ হাজার জন ও ৫ম শ্রেণির ২ লক্ষ ৬৫ হাজার শিক্ষার্থী রয়েছেন।
জানা গেছে, সিলেট বিভাগের সাড়ে ১৬ লক্ষ প্রাথমিক শিক্ষার্থীর জন্য ৫৮ লক্ষ ৮৫ হাজার ২৩ টি বইয়ের বিপরীতে শতভাগ বই স্ব স্ব উপজেলায় আগেই পৌঁছে গেছে। এসবের মধ্যে প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৫৮ লাখ ১২ হাজার ২৪৪টি এবং ইংরেজী ভার্সন স্কুলের ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর জন্য ৭২ হাজার ৭৭৯টি বই রয়েছে। এছাড়া সিলেট বিভাগের মাধ্যমিক, মাদ্রাসা ও ভোকেশনালের ১২ লক্ষাধিক শিক্ষার্থীদের জন্য ১ কোটি ৩২ লক্ষ ২৬ হাজার ৮১৯ টি বইয়ের চাহিদার বিপরীতে এ পর্যন্ত পৌঁছেছে ৯৬ লক্ষ ৮৫ হাজার ১১৬টি বই।
এর মধ্যে মাধ্যমিক স্কুলের জন্য ৮৫ লক্ষ ৬৪ হাজার ১৬৭টি বইয়ের চাহিদার বিপরীতে পৌঁছেছে ৫৪ লক্ষ ৯৬ হাজার ১০৯টি বই। মাদ্রাসার ৪৪ লক্ষ ৩২ হাজার ৪৭০টি বইয়ের চাহিদার বিপরীতে পৌঁছেছে ৪০ লক্ষ ৪০ হাজার ৭১৯টি বই। ভোকেশনালের ২ লক্ষ ৩০ হাজার ১৮২টি বইয়ের চাহিদার বিপরীতে পৌঁছেছে ১ লক্ষ ৪৫ হাজার ২৯৮টি বই। সব মিলিয়ে সিলেট অঞ্চলে মাধ্যমিক, মাদ্রাসা ও ভোকেশনালের বই পৌঁছেছে প্রায় ৬৯ শতাংশ। ফলে ৩১ শতাংশ বই থেকে বঞ্চিত থাকতে হবে সিলেট অঞ্চলের ১২ লক্ষাধিক শিক্ষার্থীকে।
এসএ/সিলেট