সিলেট-৬ আসন নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: অ্যাড. এমরান চৌধুরী

post-title

ছবি সংগৃহীত

সিলেট-৬ আসন নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন- দীর্ঘদিনের যাচাই-বাছাই শেষে দলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সিলেট-৬ আসনে আমাকে মনোনীত করার পর থেকেই একটি মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।

দলীয় প্রধান জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, তবুও এই মহল অপপ্রচার থামাচ্ছে না। অনলাইনে সিলেট-৬ আসন নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, আপনারা কেউ এতে বিভ্রান্ত হবেন না।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ও বুধবার (৩ ডিসেম্বর) দিনে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমরান আহমদ চৌধুরী।
তিনি আরও বলেন- স্থানীয়ভাবে উন্নয়ন সাধিত হলেই দেশের প্রকৃত উন্নয়ন। আমি স্থানীয় উন্নয়নে অঙ্গীকারাবদ্ধ। আপনারা আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে সংসদে পাঠালে দ্রুততম সময়ের মধ্যে আপনাদের এলাকার সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো।

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে আয়োজিত এসব অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।

এসব আয়োজনের মধ্যে ছিলো- বিয়ানীবাজারের লাউতা ইউনিয়নের ৫নং ওয়ার্র্ডে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও এমরান আহমদ চৌধুরীর সমর্থনে উঠানবৈঠক।

ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার রাত ৮টায় বিয়ানীবাজার উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি আব্দুল করিমের বাড়িতে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল ইসলাম পুতুল, শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি সবুর আহমদ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক নজমুল হোসেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল করিম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন লিমন, উপজেলা জাসাসের আহবায়ক মুজিবুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক দোলা হোসেন সুভাষ, সুহেল আহমদ ও এনাম উদ্দিন দিলাল, সদস্য সরোয়ার আহমদ, রাজু আহমদ, হাসান আহমদ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল ইসলাম, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হাফিজ শিমুল, আশরাফুল হক, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাহিম হোসেন, যুগ্ম-সম্পাদক মৃদুল হোসেন, সাবেক যুগ্ম-আহবায়ক আফনান আবেদিন, ছাত্রদল নেতা মাহিন আহমদ, কাইয়ুম আহমদ, সাঈদ আহমদ, রেদুওয়ান আহমদ, রুহুল আমিন, শাহ আলম, সিজান আহমদ প্রমুখ।

আলোচনা শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন চান্দগ্রাম ফাজিল ডিগ্রি মাদরাসার প্রভাষক মুফতি আছাব উদ্দিন।

এসএ/সিলেট