লাক্কাতুরায় পুলিশের অভিযানে ৪ জুয়াড়ি আটক

post-title

ছবি সংগৃহীত

সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে লাক্কাতুরা এলাকা থেকে চারজন জুয়াড়িকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিচালিত এ অভিযানে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, মো. সজিব খান, মো. আলমগীর হোসেন, মো. টিপু সুলতান ও শ্রী মিলন দাশ।

পুলিশ জানায়, মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে লাক্কাতুরা এলাকায় অভিযান পরিচালনা করে চারজন জুয়াড়িকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃত আসামীদের মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট