সিলেটে নভেম্বর মাসে সড়কে ঝরল...
নভেম্বর মাসে সিলেট বিভাগের সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কম হলেও সিলেট জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে। নভেম্বর মাসে সিলেট...
ছবি সংগৃহীত
সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজারে বাস-ট্রাকের মুখোমুখী সংঘর্ষে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজারের ভরাউট সংলগ্ন পুলিশ ক্যাম্পের সামনে এ দুর্ঘটান ঘটে।
আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট-জগন্নাথপুর রুটের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে বাসের গ্লাস ভেঙে যায় এবং সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
দুর্ঘটনায় তাৎক্ষনিক অন্তত ১০ জনকে উদ্ধার করেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসের যাত্রীদের উদ্ধার কাজে অংশগ্রহণ করে।
দক্ষিণ সুরমা থানার ওসি মো. মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই রাস্তার উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশের হস্তক্ষেপে সাড়ে ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
এসএ/সিলেট