থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুই শিশুর...
থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুই শিশুর চিকিৎসা সহায়তায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’র উদ্যোগে ১০...
ছবি সংগৃহীত
থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুই শিশুর চিকিৎসা সহায়তায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’র উদ্যোগে ১০ দিনব্যাপী চ্যারিটি বইমেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় এ বইমেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে বই হাতে নিয়ে পড়ার প্রচলন অনেক কমে গেছে। তারা বর্তমানে পাঠ থেকে শুরু করে প্রায় সব কিছুতেই অনলাইন নির্ভর। ইন্টারনেটের সহজলভ্য ই-বুক পড়াকে আরও সহজ করে তুলেছে। তবু শিক্ষার্থীদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং আনন্দের। আশা করি, বইমেলা আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পরিসর বাড়াতে সহায়তা করবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য বইমেলার আয়োজন সত্যিই প্রশংসনীয়। এটি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ জাগ্রত করবে।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, এই বইমেলা শুধু জ্ঞানচর্চার ক্ষেত্র নয়, এটি মানবিক সহমর্মিতা ও সহযোগিতার চর্চারও সুযোগ করে দিচ্ছে। আশা করি, শিক্ষার্থীদের এই উদ্যোগে সমাজের প্রতি দায়বদ্ধতা আরও বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, জটিল রোগ থ্যালাসেমিয়া আক্রান্ত বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের বাসচালক মোহাম্মদ মনসুর এর দুই সন্তান। তাদের চিকিৎসার জন্য সহযোগিতা করতে এই চ্যারিটি বইমেলা আয়োজন করেছে ‘কিন’। বইমেলা ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে এবং এতে ২১টি প্রকাশনীর বই পাওয়া যাবে। বই বিক্রির লভ্যাংশ সরাসরি শিশুদের চিকিৎসায় ব্যয় হবে।
এসএ/সিলেট