শাকসুর ভোটার তালিকায় মেয়েদের হলে ছেলেদের নাম, যা বলছে কমিশন

post-title

ছবি সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকায় নারী শিক্ষার্থীদের হলে অনেক ছেলে শিক্ষার্থীর নাম পাওয়া গিয়েছে। এমনকি ছেলে শিক্ষার্থীদের আবাসিক হলেও কয়েকজন নারী শিক্ষার্থী নাম পাওয়া গিয়েছে।

বিষয়টি সামনে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা ব্যঙ্গ করে হাস্যরসাত্মক মিম বানাচ্ছেন কেউ আবার সমালোচনা করছেন।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ বলেন, ‘এটা টেকনিক্যাল প্রবেøম। আমরা শিক্ষার্থীদের লিস্টগুলো নিয়েছি রেজিস্টার দপ্তর থেকে। সেখানে হয়ত এরকম ছিল। তবে আমরা সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করছি এবং আগামী রবিবার চ‚ড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।’


এসএ/সিলেট