১১ দলের আসন সমঝোতা...
সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধিন জোটের মধ্যে আসন সমঝোতা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই এই সমঝোতা হয়। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)...
ছবি সংগৃহিত
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষায় খাতা পুনঃনিরীক্ষণে সিলেট শিক্ষা বোর্ডের ১৪১ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৩১ জন শিক্ষার্থী ফেল থেকে পাস হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) দুপুরে সিলেট শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহাম্মেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি গণমাধ্যমকে জানান, চলতি বছর বোর্ড চ্যালেঞ্জে মোট ১,৬১৫ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। এসব আবেদন বিবেচনায় বোর্ড মোট ৫৩,৯৩৮টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য গ্রহণ করেছে।
পুনঃনিরীক্ষায় মোট ৪৩৩ জন শিক্ষার্থীর ৪৪১টি খাতার নম্বর পরিবর্তন হয়েছে। এর মধ্যে ১৪১ জনের সামগ্রিক ফলাফলে পরিবর্তন এসেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন আরও ৭ জন শিক্ষার্থী। তবে ফেল হওয়া কেউ জিপিএ-৫ অর্জন করেনি।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সিলেট বোর্ডে পাসের হার ৫১.৮৬ শতাংশ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন। সেই বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছিলেন ১,৬০২ জন শিক্ষার্থী।
ফলাফল প্রকাশের সময় সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী জানান, পূর্ণ সিলেবাসে রেজিস্ট্রেশন করা ৬৯,৯৪৪ জন শিক্ষার্থীর মধ্যে ৬৯,১৭২ জন পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে পাস হয়েছে ৩৫,৮৭১ জন, যাদের মধ্যে ১৩,৮৭০ জন ছেলে ও ২২,০০১ জন মেয়ে। গত বছর ২০২৪ সালে সিলেট বোর্ডে পাসের হার ছিল ৮৫.৩৯ শতাংশ।
এসএ/সিলেট