জীবনে বড় হওয়ার জন্য শিক্ষার্থীদেরকে মনীষীদের জীবনী পড়ার পরামর্শ দিয়েছেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। তিনি বলেন,
বই পড়ার বিকল্প নেই। বই না পড়ে বড় হওয়া যায় না। যত পার তত বই পড়। অবশ্যই তোমাদের ক্লাসের বই পড়বে। ক্লাসের বই যত পড়বে তত তোমাদের পরীক্ষার ফল ভালো হবে। তারপর বিভিন্ন গল্প, উপন্যাস, প্রবন্ধ, ধর্মীয় গ্রন্থ এবং বড় বড় মনীষীর জীবনী পড়। জান তো, যত বেশি মনীষীদের জীবনী পড়বে, তত বড় হতে ইচ্ছা করবে।
শনিবার দুপুরে জকিগঞ্জে শাহ মো. ফয়সল চৌধুরী কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
জকিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও নগদ অর্থ প্রদানের জন্য মূলত এ আয়োজন ছিল।
স্থানীয় ১ নং বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ট্রাস্টের নির্বাহী সদস্য ছদিওল হোসাইন আহমদের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, কানাইঘাট সরকারি কলেজের শিক্ষক আল আজাদ উদ্দিন ,জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট নিজাম উদ্দিন খান, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সেলিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বারহাল ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি ফয়জুল ইসলাম চৌধুরী,কানাইঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি ওয়েছ আহমদ , বারহাল ইউনিয়ন জামায়াতের আমীর বেলাল আহমদ, সাংবাদিক এখলাসুর রহমান, স্কুল শিক্ষিকা ও ট্রাস্টের সহ সভাপতি রওশন আরা বেগম, সমাজসেবী তোফায়েল আহমদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, রাজনীতিক, সামাজিক সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ট্রাস্টের সচিব সাদিক আহমদ তাপাদার ও নির্বাহী সদস্য এম এ রউফ। এর আগে হাফিজ মাসুদ শাহরিয়ার কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
তিনি আরও বলেন, আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতা হয়। কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা, গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াডসহ নানা প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতায় অংশ নেওয়ার চেষ্টা করবে। দেশের লাল-সবুজ পতাকা বিশ্বের সামনে তুলে ধরবে। এখন থেকেই স্বপ্ন দেখ।
সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধিন জোটের মধ্যে আসন সমঝোতা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই এই সমঝোতা হয়। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার মোট আটজন আসামিকে গ্রেফতার করা...
সিলেটে মধ্যরাতে অভিযান চালিয়ে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা হলেন— সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন...
সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিককে আটক করেছে সেনাবাহিনীর একটি দল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে তাকে তার বাসা থেকে আটক করা হয়।পরে...