১১ দলের আসন সমঝোতা...
সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধিন জোটের মধ্যে আসন সমঝোতা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই এই সমঝোতা হয়। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)...
ছবি সংগৃহীত
নগরীর বালুচরে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের বিরোধকে কেন্দ্র করে হামালায় ফাহিম নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে মহানগর পুলিশের কোতোয়ালী থানায় হত্যার অভিযোগে মামলাটি (নং ২০/১৪/১১/২৫) দায়ের করেন নিহত ফাহিমের পিতা মো. হারুন রশীদ। মামলার এজাহারে ৭ জনের নাম উল্লেখ এবং আরও ৭/৮ জনকে অজ্ঞাত হিসাবে আসামি করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতেই নগরীর টিলাগড়স্ত ইকোপার্ক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় ৪নং আসামী সবুজ আহমদ রেহানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
জানা যায়, গত ১০ নভেম্বর বালুচর ২নং মসজিদ এলাকায় কিংস ফুটসাল ইনডোর সংলগ্ন বস্তার গলি রাস্তার উপর পূর্ব শত্রুতার জের ধরে বাদী বালুচর ছড়ারপাড়ের আল-আমিনের বাসার ভাড়াটিয়া মো. হারুন রশিদের ছেলে মো. ফাহিমের (২৩) উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় কিশোর গ্যাংয়ের অন্তত ৭/৮ জন সদস্য।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় ফাহিমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন। অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে মঙ্গলবার রাতে সিলেট নিয়ে আসা হচ্ছিল। কিন্তু পথে আবারও তার অবস্থার অবনতি হলে তাকে বুধবার সকালে ওসমানী মেডিকেল নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার সকালে ছাতকের গ্রামের বাড়িতে ফাহিমকে দাফন করা হয়। গ্রেপ্তারকৃত সবুজকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফূল ইসলাম।
এসএ/সিলেট