দোয়ারাবাজারে পুকুরের পাড়ে সাইকেল...
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পুকুর পাড়ে সাইকেল চালাতে গিয়ে একসাথে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) বিকালে উপজেলার বাংলাবাজার...
সাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল ২ শিশুর
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পুকুর পাড়ে সাইকেল চালাতে গিয়ে একসাথে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার (১২ নভেম্বর) বিকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের আব্দুল কাদিরের পুত্র রাহিম উদ্দিন (৭) এবং মহিউদ্দিনের পুত্র মোহাম্মদ আলী (৮)। তারা দু’জনই পাশাপাশি বাড়ির বাসিন্দা ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে রাহিম ও মোহাম্মদ বাড়ির পাশে বাইসাইকেল নিয়ে খেলছিল। খেলার একপর্যায়ে তারা বাড়ি থেকে কয়েকশো ফুট দূরত্বে জনৈক সাঈদ মিয়ার বাড়ির পাশে অবস্থিত পুকুরের পাশে যায়। সেখানে অসাবধানতাবশত সাইকেলসহ পুকুরে পড়ে যায়।
পরে বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় ইব্রাহীম আলী নামে এক ব্যক্তি পুকুরে দুই শিশুকে দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দু’জনকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
টিএ/ছাতক