হবিগঞ্জে বিজিবি'র অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই মাল উদ্ধার

post-title

ছবি সংগৃহিত

হবিগঞ্জের মাধবপুরে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই মালামাল উদ্ধার করেছে বিজিবি। শনিবার দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া এলাকায় বিজিবির একটি চৌকস টহল দল অভিযান চালায়। অভিযানের সময় একটি বালুবাহী ট্রাককে থামার সংকেত দিলে ট্রাকচালক বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে ট্রাকটি তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ভারত থেকে অবৈধ পথে আনা বিপুল পরিমাণ কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য ৩৬ লক্ষ ৮৮ হাজার ৫০০ টাকা।

এছাড়া জগদিশপুর মুক্তিযোদ্ধা চত্বরে পৃথক আরেকটি অভিযানে ৩০০ কেজি রাবার, ২১০ প্যাকেট কয়েল, একটি মোটরসাইকেল ও তিনটি বাইসাইকেলসহ চোরাই মালামাল জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য ৪ লক্ষ ৬৪ হাজার ৪০০ টাকা।

সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মোট মূল্য প্রায় ৪১ লক্ষ টাকার বেশি বলে জানিয়েছে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল শায়েস্তাগঞ্জ কাস্টমে জমা দেয়া হয়।

এসএ/সিলেট