কানাইঘাটে জনসভায় চাকসু মামুন

ভোট বিপ্লবের মাধ্যমে প্রমাণ করবো সিলেট -৫ বিএনপির ঘাঁটি

post-title

সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে প্রমাণ করবো সিলেট-৫ আসন বিএনপির ঘাঁটি, এমন চ্যালেঞ্জ ছুড়েছেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। তিনি বলেন, এ অঞ্চলে বিএনপি অত্যন্ত শক্তিশালী ও সুসংগঠিত। গত ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল। হামলা - মামলা শত নির্যাতন উপেক্ষা করে আন্দোলন সংগ্রাম করেছে। ভোটের অধিকার প্রতিষ্ঠায় আজও সংগ্রাম করে যাচ্ছে। 


বৃহস্পতিবার রাত সাড়ে আট টায় কানাইঘাট কুওরঘড়ি স্কুল মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। 
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার যদি সাধারণ মানুষ তার মত প্রকাশের সুযোগ পায় তবে ভোটের মাধ্যমে প্রমাণ করবে যে জকিগঞ্জ - কানাইঘাট বিএনপি কতটা জনপ্রিয়। 
২নং লক্ষী প্রসাদ পশ্চিম ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফয়াজ আলীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন 
উপজেলা বিএনপির সহ সভাপতি ওয়েছ আহমদ, জেলা কৃষক দলের সদস্য মাহবুবুল আলম, মহানগর কৃষক দলের সহ সভাপতি নজরুল ইসলাম প্রধান, পৌর বিএনপির সহ সভাপতি জালাল আহমদ জনি, নজরুল ইসলাম রুকন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাওছার আহমদ বাঙালি, কোষাধ্যক্ষ আবুল বাশার, সাবেক জেলা ছাত্রদল নেতা অ্যাডভোকেট সাদিক শিকদার, ২ নং লক্ষী প্রসাদ পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল মেম্বার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মেম্বার,সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, পৌর কৃষক দলের আহবায়ক রাশেদুল হাসান টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম, যুবদলের যুগ্ম আহবায়ক বশির আহমদ মেম্বার, বিএনপি নেতা এবাদুর রহমান মেম্বার ফারুক আহমদ, মাহবুবর রহমান, জমির আলী, আজাদুর রহমান, খলিলুর রহমান,আবু সিদ্দেক, আবুল কালাম, ফরিদ আহমদ, শহীদ আহমদ, মিসবাহ উদ্দিন,সাহাব উদ্দিন, নিজাম উদ্দিন,  ছাত্রদল নেতা ফাহিম প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক