সিলেট সরকারি মহিলা কলেজে আই এফ আই সি তারুণ্যের উৎসব

post-title

ছবি সংগৃহিত

সিলেট সরকারি মহিলা কলেজের কেন্দ্রীয় মিলনায়তনে আই এফ আই সি ব্যাংক পিএলসি সিলেট ব্রাঞ্চের উদ্যোগে তরুণ-তরুণীদের মধ্যে আর্থিক সাক্ষরতার ধারণা বিস্তারে “আই এফ আই সি তারুণ্যের উৎসব” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের এক্সিকিউটিভ ডিরেক্টর খালেদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শামসুল ইসলাম, উপাধ্যক্ষ, সিলেট সরকারি মহিলা কলেজ এবং খন্দকার আনোয়ার এহতেশাম, হেড অফ ব্র্যান্ডিং, আই এফ আই সি ব্যাংক পিএলসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ভূবনজয় আচার্য্য।

মঙ্গলবার (৪ নভেম্ব) উৎসবে শিক্ষার্থীদের আর্থিক জ্ঞান বৃদ্ধি, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে পরিচিত করানোর বিষয়ে বিভিন্ন আলোচনা ও কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা আগ্রহভরে অংশগ্রহণ করে এবং নানান প্রশ্নের মাধ্যমে ব্যাংকিং খাত সম্পর্কে নিজেদের জ্ঞান আরও সমৃদ্ধ করে নেয়। আই এফ আই সি ব্যাংকের পক্ষ থেকে খন্দকার আনোয়ার এহতেশাম বলেন, তরুণ প্রজন্মকে আর্থিক খাত সম্পর্কে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সিলেট সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ ভূবনজয় আচার্য্য তার সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।


এসএ/সিলেট