একক অভিযানে সর্বোচ্চ চোরাচালান জব্দে শেরপুর হাইওয়ে থানাকে বিশেষ সম্মাননা

অপরাধ দমনে কঠোর নজরদারিতে হাইওয়ে পুলিশ; সিলেট রিজিয়নে মাসিক কল্যাণ ও অপরাধ সভা

post-title

ছবি সংগৃহীত

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অক্টোবর-২০২৫ মাসের কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ নভেম্বর) সকালে সিলেট রিজিয়ন কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।

সভায় রিজিয়নের অধীনস্থ সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), পরিদর্শক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় মাসিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি সড়ক নিরাপত্তা, দুর্ঘটনা প্রতিরোধ, চোরাচালান নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় একক অভিযানে সর্বোচ্চ চোরাচালান জব্দে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এই অর্জনের জন্য পুলিশ সুপার মোঃ রেজাউল করিম শেরপুর থানার সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান।

সভায় বক্তব্যকালে পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, আমরা অপরাধ দমনে কঠোর নজরদারিতে আছি। সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে হাইওয়ে পুলিশ সর্বদা সতর্ক ও দায়িত্বশীলভাবে কাজ করছে। জনগণের আস্থা অর্জনই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশের প্রত্যেক সদস্যকে পেশাদারিত্ব, সততা ও জনবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, ২০২৩ সাল পর্যন্ত সকল মুলতবি প্রসিকিউশন নিস্পত্তি করায় রিজিয়নের অধীনস্থ সকল থানার অফিসার ইনচার্জদের ধন্যবাদ ও প্রশংসা জানান পুলিশ সুপার।

সভায় হাইওয়ে পুলিশের কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

টিএ/ছাতক