সিলেট -৫ আসনে বিএনপি দলীয় প্রার্থী দিতে হবে : চাকসু মামুন
সিলেট বাণী ডেস্ক
০৩/১১/২০২৫ ০৮:৩০:০৮
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৫ আসনে বিএনপি দলীয় প্রার্থী দেওয়ার আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। তিনি বলেন, এ আসন হলো বিএনপির দুর্গ। গত ফ্যাসিস্ট সরকারের সময়ে এ অঞ্চলের নেতাকর্মীদের বিরুদ্ধে দেড় শতাধিক মামলা হয়েছিল। শত নির্যাতনেও একটা কর্মী দল ছেড়ে যায়নি। এ অঞ্চলের মানুষের ত্যাগের শেষ নেই। জকিগঞ্জ - কানাইঘাটের খেটে খাওয়া মানুষ বিএনপিকে বুকে ধারণ করে।
কানাইঘাট সড়কের বাজার এলাকার মাঝরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
তিনি আরও বলেন, অন্তবর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারী মাসে সংসদ নির্বাচন ঘোষণা করেছে। এরপর থেকেই একটি মহলের ঘুম হারাম হয়ে গেছে। তারা নির্বাচন বানচালের জন্য নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।
৩ নং দীঘির পার ইউনিয়ন বিএনপির সভাপতি নূর উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা সাইদুল হক মাসুমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ সভাপতি ওয়েছ আহমদ, সাবেক সহ সভাপতি আলতাফ হোসেন চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ, বিএনপি নেতা আব্দুর রব, কুতুবউদ্দিন মেম্বার, শাহ আলম, আবদুল করিম, নূর উদ্দিন, হারুন প্রমুখ।
নগরীর বালুচরে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের বিরোধকে কেন্দ্র করে হামালায় ফাহিম নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারভুক্ত এক আসামীকে গ্রেপ্তার...
পরিবেশ দূষণ রোধ ও সচেতনতা বাড়াতে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও রাউন্ড টেবিল বাংলাদেশের আয়োজনে এবং দুরন্ত বাইসাইকেলের সহযোগিতায় সিলেটে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য...
ট্রান্সফরমার ও বিতরণ লাইন মেরামত এবং সংরক্ষণ ও গাছপালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য শনিবার (১৫ নভেম্বর) সিলেটের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ...
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বিভিন্ন সীমান্ত এলাকায় একাধিক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে আনুমানিক ১ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৩৬৫ টাকার চোরাচালানী মালামাল...